
গাজীপুর প্রতিনিধি, সুমাইয়া তানহা:- ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিন দফা প্রস্তাব নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীরা। সাক্ষাৎকালে কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
আলোচনায় ছাত্রদল নেতারা ডুয়েট সংলগ্ন এলাকায় বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি, মাদক বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার বিষয়গুলো তুলে ধরেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত পুলিশি তদারকির অভাবে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানি ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছেন, যা স্বাভাবিক শিক্ষাজীবনে ব্যাঘাত সৃষ্টি করছে।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে— মাঝির খোলা রেল ক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুলিশ বক্স দ্রুত চালু করা এবং ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা। একই সঙ্গে ডুয়েটের প্রথম ও দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন সড়কগুলোতে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত রাত্রীকালীন পুলিশ টহল জোরদারের দাবি জানানো হয়।
এছাড়াও সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গতকাল সন্ধ্যায় সংঘটিত সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান ছাত্রদল নেতারা।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।